করোনাভাইরাসে গোটা বিশ্বে দু’লাখ ৭০ হাজার ছাড়ালো প্রাণহানি। আক্রান্ত ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ।
গেলো ২৪ ঘণ্টায় প্রাণঘাতী মহামারিতে মারা গেছেন ৫ হাজার ৫৮৪ জন। সেই সাথে আরও ৯৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি।
শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে প্রাণহানি দু’হাজারের বেশি; আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০ হাজারের মতো। এদিকে, মোট মৃত্যুর দিক থেকে ইউরোপীয় দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছে সাড়ে ৩০ হাজারের বেশি মানুষ; একদিনেই প্রাণহানি ৫৩৯ জনের।
এছাড়া, নতুন হটস্পট হয়ে ওঠা ব্রাজিলে গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬শ’ মানুষ; নতুন সংক্রমিত ৯ হাজারের বেশি। রাশিয়ায় মৃত্যু কিছুটা কমলেও, একদিনে ১১ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস।
Leave a reply