করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার সোলো নকওয়েনি

|

ছবি: সংগৃহীত

দুঃসময় যেন পিছু ছাড়ছে না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার সোলো নকওয়েনির। এবার কোভিড-১৯ এ আক্রান্ত হলেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

গত জুনে নকওয়েনির শরীরে ধরা পড়ে গুইলাইন বেরির উপসর্গ। ৪ সপ্তাহ কোমায় থাকার পর হাসপাতালে ছিলেন ৫ মাস। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনের পথে তার শরীরে টিবি রোগের লক্ষণ দেখা দেয়। আর এবার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তাই আক্ষেপ করে টুইট করেন নকওয়েনি।

সে জানায়, ‘সব কিছুতে বারবার কেন আমিই আক্রান্ত হচ্ছি? গত বছর জিবিএস ধরা পড়ল। ওই রোগের সঙ্গে লড়াই করলাম ১০ মাস। সেরে ওঠার মাঝ পর্যায়ে ছিলাম আমি। এরপর আক্রান্ত হলাম টিবি রোগে। আমার লিভার, আমার কিডনি ঠিক মতো কাজ করা বন্ধ করে দিলো। এবার ধরা পড়ল করোনা।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply