নাটোরের সিংড়ায় বাঁশঝাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

|

ছবি: সিংড়া থানা

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের সিংড়ায় বাঁশঝাড় থেকে সুনীল নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুনীল একই এলাকার নলিন চন্দ্রের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ আলম সিদ্দিকী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, সুনীল গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি।

এদিকে রাতে সুনীল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়না। সকালে নিহতের বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ে সুনীলের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুনীলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও সুনীলের গোপন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply