পোপের সফরের আগে গির্জায় বোমা হামলা, লুটপাট

|

পোপ ফ্রান্সিসের সফরের প্রতিবাদে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বেশ কয়েকটি গির্জায় ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শুক্রবার সকালে প্রায় একই সময়ে বোমা হামলার শিকার হয় রাজধানী সান্তিয়াগোর ৩টি গির্জা।

এসময় ফেলে যাওয়া কিছু উড়ো লিফলেটে পোপকে হুঁশিয়ার করে লেখা ছিল- ‘পরের বোমাটি ছোঁড়া হবে তোমাকে লক্ষ্য করে’। পোপের প্রতি এমন বিদ্বেষের কারণ স্পষ্ট নয় বলে একে ‘অদ্ভূত’ ঘটনা আখ্যা দিয়েছেন চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশলেট।

একটি গির্জায় ফেলে যাওয়া লিফলেটে লেখা ছিল- পোপের সফরকে সামনে রেখে যে অর্থ অপচয় করছে চিলি সরকার, তা দেশটির দরিদ্র জনগোষ্ঠীর জন্য বা কোনো ভালো কাজে খরচ করলে অর্থবহ হতো।

এদিকে হামলার ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ। বোমা নিক্ষেপে গির্জাগুলোতে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আগামী সোমবার পোপের সফরকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা নিচ্ছে চিলি প্রশাসন। এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভ্যাটিকান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply