খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে আহম্মদ আলী নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ময়ুরখীল এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের ফিরোজ নামের একজনের আমবাগান থেকে গরু আনতে যান সবজি ব্যবসায়ী আহম্মদ আলী। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরে পুলিশকে জানালে ওই আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার কথা রয়েছে। এছাড়াও নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমবাগানের মালিকের স্ত্রী আলেয়া বেগমকে আটক করা হয়েছে। তার স্বামী পলাতক ফিরোজকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে, নিহতের পরিবার সূত্রে জানা যায় পলাতক ফিরোজের সাথে নিহত আহম্মদ আলীর জমিজমা নিয়ে আগে থেকেই শত্রুতা ছিল এবং তা নিয়ে আদালতে মামলা ও ছিল।
Leave a reply