করোনা পরিস্থিতির মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি অবিলম্বে, ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃতদের মুক্তি দাবি করেন। বলেন, ভার্চুয়াল জগতে যাতে কেউ স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, সেজন্যই সরকার আইন আনটির অপপ্রয়োগ করছে।
মির্জা ফখরুলের অভিযোগ, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার আতঙ্কের মধ্যে রেখেছে সরকার; অথচ যারা তেল বা চাল চুরি করেছে তারা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। দেশের পরিস্থিতি বিবেচনায়, সমস্ত কারাবন্দিদের নমুনা পরীক্ষার আহ্বানও জানান তিনি।
Leave a reply