পুতিনকে চিঠি পাঠালেন কিম

|

ছবি: ইন্টারনেট।

অসুস্থতা ও মৃত্যুর গুজব তুলোধুনো করে বিশ্ববাসীর সামনে আসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বর্ষপূর্তিতে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই খবর নিশ্চিত করে।

জানা যায়, ওই চিঠিতে করোনা মোকাবেলায় রাশিয়ার সফলতাও কামনা করেন কিম

এদিকে করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে উত্তর কোরিয়ায়। আর এই জন্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন উত্তর কোরিয়া।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও মৌখিক বার্তা পাঠান কিম জং উন। করোনা মোকাবেলায় শিন জিনপিংয়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply