কুমিল্লা সদরে দুর্ঘটনায় বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকাজ শেষে শনিবার বেলা ৩ টার পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা রেলস্টেশনের উপসহকারী পরিচালক লিয়াকত আলী মজুমদার।
শনিবার সকাল সোয়া ৯ টার দিকে সদরের বানাসুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, আখাউড়া থেকে কুমিল্লায় যাচ্ছিলো ডেমু ট্রেনটি। অরক্ষিত লেভেল ক্রসিং বানাসুয়ায় পৌঁছালে, একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply