“আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনও রোগে আক্রান্ত নই। গতকয়েকদিন ধরে আমার নজরে পড়েছে কিছু মানুষ আমার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুও কামনা করেছেন। আমি বলতে চাই কারও ভগ্ন স্বাস্থ্য নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও দীর্ঘায়িত হয়।”
সম্প্রতি দেশের এতবড় সঙ্কটকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এমন সমালোচনার জবাবে এভাবে রসিকতার মাধ্যমে টুইট করে জবাব দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বাংলা’র।
मेरे स्वास्थ्य की चिंता करने वाले सभी लोगों को मेरा संदेश। pic.twitter.com/F72Xtoqmg9
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) May 9, 2020
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি কার্যালয় আর বসভবনেই নিয়মিত যাতায়াত করছেন মন্ত্রী। সেইসাথে দেশের লকডাউন পরিস্থিতিও পর্যবেক্ষণ করছেন নিয়মিত।
অমিত শাহ বলেন, “দেশ এখন চরম সঙ্কটের মধ্যে যাচ্ছে, ৪০ হাজার মানুষ সংক্রমিত, প্রায় ২ হাজার মৃত। তাই এখন গুজবে কান দেওয়ার আমার সময় নেই। স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেশের প্রতি কর্তব্য করতে এখন ব্যাস্ত আমি। আমি এই টুইট করলাম কারণ একাধিক বিজেপি কর্মী-সমর্থক আমাকে নিয়ে উদ্বিগ্ন। তাই তাঁদের উদ্বেগ দূর করার চেষ্টা করলাম।”
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাকে কাজ করতে দিন, আর আপনারাও নিজের কাজ করুন।” পাশাপাশি টুইটে তাঁর প্রতি উদ্বিগ্ন হওয়ার কারণে বিজেপির কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। এমনকি, যারা তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়েছেন, তাঁদের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। এমনও টুইটে লিখেছেন অমিত শাহ।
Leave a reply