চীনে নতুন করে আরো একটি শহরে করোনা সংক্রমণের কারণে লকডাউন করা হয়েছে। শহরের নাম শুলান। খবর বিবিসি বাংলা।
জানা যায় শুলান শহরে একদিনে এক লন্ড্রি থেকে সংক্রমণ হয়েছে ১১ জনের মধ্যে। ৪৫ বছর বয়সী এক নারী থেকে শুরু হয়েছে সংক্রমণ, তার পরিবারের অধিকাংশই এখন কোভিড-১৯ রোগী। তবে তার কোনো ভ্রমণের ইতিহাস নেই।.
এ ঘটনার পরপরই চীন সরকার এই শহরে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা দিয়ে সকল জমসমাগম নিষিদ্ধ করে দিয়েছে। শুলান শহরটি উত্তর কোরিয়ার সাথে সীমানা রয়েছে।
এছাড়া উহানে নতুন করে পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। ১১ই মার্চের পর এটাই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় চীনে মোট ১৭জন নতুন রোগী পাওয়া গেছে। কেউ নতুন করে মারা যাননি দেশটিতে।
এদিকে চীনে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায়, তিন মাস পর সাংহাইয়ে খুললো ডিজনিল্যান্ড। সোমবার দিনের শুরুতে, এশিয়ায় ওয়াল্ট ডিজনির সবচেয়ে বড় ম্যাজিক কিংডমে পা রাখেন সৌভাগ্যবান ২শ’জন। শারীরিক দূরত্বের বিধিনিষেধের কারণে, অগ্রিম টিকেট ছাড়া নেই থিম পার্কটিতে ঢোকার সুযোগ। শুক্রবার অনলাইনে ছাড়ার কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায় সব টিকেট।
Leave a reply