বিশ্বব্যাপী করোনাভাইরাস বিপর্যয়কালে অসহায়, কর্মহীন, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে একটি অনলাইন চ্যারিটি সঙ্গীত উৎসবের আয়োজন করেছে দ্যা মিউজিশিয়ানস (একটি তরুণ শিল্পীদের অনলাইন উদ্যোগ)।
আগামী মঙ্গলবার ১২ মে থেকে ২১শে মে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত ৯.৪৫ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত এই উৎসবটি দ্যা মিউজিশিয়ানস এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এই অনলাইন চ্যারিটি কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা, প্রতিশ্রুতিশীল এবং গুণী শিল্পীবৃন্দ।
এই উৎসবে সঙ্গীত পরিবেশনা নিয়ে থাকবেন কণ্ঠসঙ্গীতে শ্রাবন্তী ধর, সুস্মিতা দেবনাথ সূচি, অভিজিৎ কুন্ডু, টিংকু শীল, ইউসুফ আহমেদ খান, সম্রাট শরিফুর রহমান, অভিপ্রিয় চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস মিলা, মাসাবা আহমেদ, দেবস্মিতা দে, সমীরন দেওয়ান, সুমিত্র নাথসহ আরো অনেকে। একক তবলাবাদন নিয়ে থাকবেন- প্রশান্ত ভৌমিক, পৌষ রাম সরকার এবং বাঁশিতে গোবিন্দ দাস।
দ্যা মিউজিশিয়ানস এর প্রধান উদ্যোক্তা গোবিন্দ দাস বলেন, “শিল্পীবৃন্দ সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার ডাকে সাড়া দিয়ে বিনা পারিশ্রমিকে এই উদ্যোগের সাথে আছেন। আমাদের এই উৎসবে আরও শিল্পীরা যুক্ত হচ্ছেন। আমাদের এই আয়োজনের উদ্দেশ্য করোনা দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের ফান্ডে সহযোগিতার জন্য সামর্থবানদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।”
অনুষ্ঠানসূচি:
১ম দিন- (১২ই মে, রাত ৯.৪৫টা)- উদ্বোধনী পরিবেশনায় শিল্পী শ্রাবন্তী ধর (কণ্ঠসঙ্গীত)
২য় দিন- (১৩ই মে, রাত ৯.৪৫টা)- টিংকু শীল, দেবস্মিতা দে (কণ্ঠসঙ্গীত)
৩য় দিন- (১৪ই মে, রাত ৯.৪৫টা)- সম্রাট শরিফুর রহমান, মাসাবা আহমেদ (কণ্ঠসঙ্গীত)
৪র্থ দিন- (১৫ই মে, রাত ৯.৪৫টা)- প্রশান্ত ভৌমিক (তবলা)
৫ম দিন- (১৬ই মে, রাত ৯.৩০টা)- অভিপ্রিয় চক্রবর্তী, ইউসুফ আহমেদ খান (কন্ঠসঙ্গীত)
(বাকি দিনের অনুষ্ঠানসুচি পরবর্তীতে জানানো হবে) ফেসবুক পেজ লিংক : https://www.facebook.com/artiststhemusicians/
করোনাদুর্গত দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে আমাদের ফান্ডে সহযোগিতা করতে-
বিকাশ: 01516148412
রকেট: 01516148412
ব্যাংক একাউন্ট:
Gobinda Chandra Das
0170213999811
Principal Branch
IFIC Bank Ltd.
Leave a reply