এক মাসের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে চীনের উহানে। রোববার, পুরো দেশটিতে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ১৪। গেলো ১০ দিনে যা সর্বোচ্চ।
এদের মধ্যে দু’জন বিদেশ থেকে এলেও বাকিরা স্থানীয়ভাবেই সংক্রমিত বলে নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য কমিশন। যদিও, মহামারির ফিরে আসা ঠেকাতে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষাসহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে বেইজিং।
ডিসেম্বরে উহানে করোনাভাইরাস মহামারি শুরুর তিন মাস পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ কঠোর লকডাউন শিথিল হয় মার্চে। এসময়ে কোভিড নাইনটিনে নতুন কোনো প্রাণহানিও হয়নি চীনে। সরকারি তথ্য অনুযায়ী, মহামারির তিন মাসে দেশটিতে এ রোগে প্রাণ হারিয়েছেন সাড়ে চার হাজার মানুষ।
Leave a reply