বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রবাসী। প্রায় ৯০ মিনিট স্থায়ী হয় এ গ্রহণ। পুরো দেশ থেকেই দেখা মেলে মহাজাগতিক এ দৃশ্যের। ওরেগনে স্থানীয় সময় সকাল ১০টার দিকে শুরু হয় গ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণের সময় অন্তত দুই মিনিট ধরেই চাঁদের পেছনে ঢাকা পড়ে গোটা সূর্য।
পরবর্তী এমন র্পূণগ্রাস সূর্যগ্রহণ হবে ২০১৯ সালের জুলাইয়ে। তবে তা দেখা যাবে চিলি ও আর্জেন্টিনা থেকে। ১৯১৮ সালের ৮ জুন সবশেষ এ ধরণের গ্রহণ দেখা যায়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো এবং কিউবা থেকেও আংশিক গ্রহণের দেখা মেলে।
যমুনা অনলাইন/এফকে
Leave a reply