‘আয়নাবাজি’, আয়নাবাজি অরজিনাল সিরিজের পর প্রচারিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’।
আজ মঙ্গলবার (মে ১২) রাত ১০ টায় র্যাপিডহোল অ্যাপ ও প্রথম আলো’র ফেসবুক পেইজে দেখা যাবে সিরিজটির প্রথম পর্ব। পরবর্তী বুধবার ও বৃহস্পতিবার একইসময়ে প্রচারিত হবে সিরিজের বাকি পর্বগুলো।
নির্মাতা অমিতাভ রেজার হাত ধরে দেশে প্রথমবারের মতো শুধু ঘরে বসে কলাকূশলীরা এই সিরিজ নির্মান করেছেন।
ব্র্যাক এবং অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় করোনা সংকটে সচেতনতামূলক এই ওয়েব সিরিজটিতে অভিনয়ে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাবিলা এবং পার্থ বড়ুয়াকে।
নাসিফ ফারুকের গল্পে প্রথম সিরিজের তিনটি পর্বে দেখা যাবে করোনাকালে আয়নাবাজির চরিত্রগুলোর জীবনযাপন। আয়না, হৃদি আর সাংবাদিক সাবের করোনা সংকটকালীন সময়ে কি করছে, সেটাই রয়েছে এই ওয়েব সিরিজে।
সিরিজের নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘“আয়নাবাজি” মানুষের মনে গেঁথে রয়েছে। সেই চরিত্রগুলো যেন এবার মানুষকে সচেতন করতে পারে, সেটাই লক্ষ্য।’
প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ‘করোনার এই সংকটের সময়ে আয়নাবাজি চলচ্চিত্রের দলটি সচেতনতা তৈরি দায়বোধ থেকে এ উদ্যোগ নিয়েছে। এতে যুক্ত হওয়ার জন্য ব্র্যাক এবং অস্ট্রেলিয়ান এইডকে ধন্যবাদ।’
ব্র্যাকের পরিচালক মৌটুসি কবির বলেন, ‘যে সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে সবচেয়ে বড় প্রয়োজন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। আয়নাবাজির দর্শকপ্রিয় চরিত্রগুলোর মাধ্যমে আরও সহজ আর পরিচিত উপায়ে জনগণের কাছে মানুষের জন্য জরুরি তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের এ উদ্যোগ।’
Leave a reply