আইন সচিব হিসেবে মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ সকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটকারীর পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও আফতাবুজ্জামান।
গত ৬ আগস্ট অবসরোত্তর ছুটি বাতিল করে জহিরুল হককে ২ বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেন সরকার। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী আশরাফ-উজ-জামান। প্রাথমিক শুনানি শেষে এই নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।
যমুনা অনলাইন/এফকে
Leave a reply