মানিকগঞ্জে আইসোলেশনে থাকা ইটভাটা শ্রমিকের মৃত্যু

|

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ৮ টার দিকে মারা যান তিনি। নিহতের নাম মোতালেব হোসেন(৬৫)। তিনি সদর উপজেলার বংকুরি গ্রামের সোনামুদ্দিনের ছেলে।

জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আরশাদ উল্লাহ জানান, জ্বর ও শ্বাসকস্ট নিয়ে মঙ্গলবার সকালে মোতালেব হাসপাতালে আসেন। করোনা পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করা করে সাভারে পাঠানো হয়। এরপর তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোতালেব নরসিংদী জেলায় একটি ইটভাটায় শ্রমিক হিসাবে কাজ করতেন। জ্বর ও শ্বাসকস্ট নিয়ে বাড়িতে আসার পর হাসপাতালে যান তিনি। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতের লাশ দাফন করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply