কাগজপত্র ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে প্রণোদনা

|

এখন থেকে প্রতিবারে ৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র লাগবে না। একই সাথে ৫ লাখ টাকার ওপরে রেমিট্যান্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের সময়সীমাও দেড় মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের জারী করা প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়।

এতে বলা হয়েছে, গ্রাহকের সুবিধা বিবেচনা করে রেমিট্যান্সের উপর সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ প্রেরণের জন্য কাগজপত্র ছাড়াই প্রণোদনা সুবিধা পাবে। এ সুবিধা, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।

এতে বলা হয়েছে, পাঁচ লাখ টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে, ২ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। এ সংক্রান্ত আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এতোদিন দেড় লাখ টাকা পর্যন্ত পাঠানো অর্থের বিপরীতে রেমিট্যান্সের নগদ প্রণোদনা পেতে, কোনো কাগজপত্র লাগতো না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply