তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে এমন আহ্বান জানিয়েছেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, এবছর ডেঙ্গু আর চিকনগুনিয়া ইস্যুতে ভুল করবে না করপোরেশন।
পাশাপাশি করোনা ইস্যুতে নেয়া নানা উদ্যোগের কথা জানান, আতিকুল ইসলাম। এক সপ্তাহের মধ্যে নগরীর আটটি পয়েন্টে ব্র্যাকের সঙ্গে বুথ করে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে জানান। লকডাউনে যেসব মার্কেট খোলা রয়েছে করোনা প্রতিরোধে সেগুলোও বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান, মেয়র।
ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে নতুন ধরণের মশার অষুধ ব্যবহার করা হবে। আর কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, দেখভালে ১৬ মে থেকে অভিযানের কথাও জানান, আতিকুল ইসলাম।
Leave a reply