করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও কৃষকরা গেলবারের চেয়ে এবার বেশি দাম পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। হাওরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভেজা ধান ৬৫০ থেকে ৭৫০ টাকা ও শুকনা ধান ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে ।
সকালে ধানের দাম নিয়ে অনলাইন ভিত্তিক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের শতভাগ ও সারাদেশে ৪৮ ভাগ বোরো ধান এরইমধ্যে কাটা হয়েছে।
তিনি জানান, এবার ২০ লাখ ২৫ হাজার টন খাদ্যশস্য কেনা হবে। করোনা প্রাদুর্ভাবের কারনে কৃষিখাতে মাত্র ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫শ’ কোটি টাকা বিশেষ ঋণ প্রনোদনা দিচ্ছে সরকার। ধানের সার্বিক উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে, পরবর্তীতে চাল রপ্তানির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী।
Leave a reply