ঈদগাহে বা খোলা স্থানে এবার ঈদ জামাত না: ধর্ম মন্ত্রণালয়

|

পবিত্র মাহে রমজানের রহমত ও মাগফিরাতের দশক শেষ। বাকি শুধু নাজাতের দশ দিন। এর পরই বিশ্ব মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ থেকে ২৫ তারিখ বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।

তবে প্রতিবছরের ন্যায় এবার আর বড় পরিসরে কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও সকল স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। আর তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়, বর্তমানে দেশব্যাপী বিদ্যমান বিভিন্ন বিধি-বিধান ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। বিশেষ করে, উন্মুক্ত স্থানে বড় পরিসরে জমায়েত পরিহার করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply