ঘরে জায়গা নেই, টয়লেটে কোয়ারেন্টাইনে যুবক!

|

জায়গা নেই ঘরে। তাই টয়লেটেই কোয়ারেন্টাইনে ভারতের এক যুবক। খবর দি ওয়াল।

জানা যায়, পুরুলিয়ার বান্দোয়ানের কুচিয়া গ্রামের সড়পপাড়ার বাসিন্দা মহাদেব সিং। হাওড়ার আন্দুলের একটি বেত কারখানায় কাজ করতেন। করোনার কারণে লকডাউন ঘোষণার পর গ্রামে ফিরে আসে। কিন্তু কোয়ারেন্টাইনের জন্য ঘরে কোন আলাদা থাকার জায়গা নেই।

তাই গ্রামের অদূরে মাঠের উপর বাঁশ, প্লাস্টিক দিয়ে অস্থায়ী আস্তানা তৈরি করেন । কিন্তু চার-পাঁচদিন আগে প্রবল ঝড়-বৃষ্টিতে সেই প্লাস্টিক উড়ে যায়। বাধ্য হয়ে বাড়ি থেকে ১০০ মিটার দূরে পরিত্যক্ত শৌচালয়ে আশ্রয় নেয়। পরিবারকে করোনা থেকে রক্ষা করতে সেখানেই পালন করছেন কোয়ারেন্টাইন।

মহাদেবের বাবা লবিন সিং বলেন, ‘‘ঘরে আলাদা থাকার জায়গা নেই। কিন্তু আমাদের সবার যদি বিপদ হয়, সেই ভেবে বাড়ির কাছে শৌচালয়ে থাকছে। সেখানেই স্নান-খাওয়া সবকিছু। বাড়ির লোক দূরে জল, খাবার সব নামিয়ে রেখে আসে। এভাবেই চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply