পোশাক শ্রমিকদের জন্য আলাদা ওয়েজবোর্ড: শ্রম প্রতিমন্ত্রী

|

গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা ওয়েজবোর্ড গঠন করা হয়েছে। গত বছরের নভেম্বরে বিজিএমইএ’র দেয়া প্রস্তাব মেনে নিয়ে এই বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু

তিনি আরও জানান, বিজিএমইএ ও শ্রমিকদের প্রতিনিধি এই বোর্ডে থাকবে। আগামী ৬ মাসের মধ্যে বাজার দ্রব্যমূল্য যাচাই করে ওয়েজবোর্ড রিপোর্ট দিবে। এর ভিত্তিতে গার্মেন্টসের শ্রমিকদের জন্য নতুন মজুরী কাঠামো ঘোষণা করা হবে। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে শেষ বেতন বাড়ানো হয়েছিল। ৫ বছর পর পর মজুরি পুনর্মূল্যায়ন করা হয়।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে বড় এই শিল্প খাতে ১৯৮৫ সালে ন্যূনতম মজুরি ছিল ৫৪২ টাকা। ১৯৯৪ সালে তা বাড়িয়ে ৯৩০ টাকা করা হয়। এর পর ২০০৬ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১,৬৬২ টাকা করা হয়। এর চার বছর পরে ২০১০ সালে নিম্নতম মজুরি হয় ৩ হাজার টাকা। সর্বশেষ ২০১৩ সালে মজুরি কমিশন ন্যূনতম মজুরি নির্ধারণ করে ৫,৩০০ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply