ফেসবুকে মেসেজ দিলেই সামর্থ্যহীনদের ঘরে খাদ্য পৌঁছে দেবে পুলিশ

|

করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে চলমান লকডাউনে কারো ঘরে খাবার ফুরিয়ে গেছে ও খাবার কিনার মতো সামর্থ্য নেই কিন্তু কারো কাছে লোকলজ্জার ভয়ে চাইতেও না পারলে তাদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমনটা জানায় পুলিশ। ফেসবুকের সেই পোস্টে বলা হয়-

‘করোনাকা‌লের এই দু‌র্যো‌গে যা‌দের ঘ‌রের খাদ্য ফু‌রি‌য়ে গে‌ছে কিংবা খাদ্য কেনার মত সামর্থ্য নেই কিন্তু লোকলজ্জার ভ‌য়ে কারো কা‌ছে চাই‌তেও পার‌ছেন না, তারা মোবাইল নম্বরসহ বিস্তারিত যোগাযোগের ঠিকানা বাংলা‌দেশ পু‌লি‌শের অ‌ফি‌সিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করতে পারেন। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজঃ Bangladesh Police

বাংলাদেশ পুলিশের মানবিক সহায়তা সামগ্রী পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এক্ষেত্রে, অবশ্যই আপনার পরিচয় গোপন রাখবে বাংলাদেশ পুলিশ।

জনগণের সুরক্ষা ও কল্যাণে বাংলাদেশ পুলিশ।

সতর্কতাঃ
১. বাংলা‌দেশ পু‌লি‌শের না‌মে খোলা কো‌নো ভুয়া পেই‌জে আপনার তথ্য প্রদান করবেন না।
২. হয়রানিমূলক মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply