২৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে ফেসবুক

|

বাণিজ্যিক পোস্ট কমিয়ে নিউজ ফিডে বন্ধুদের পোস্টকে অধিক গুরুত্ব দেওয়ার জেরে ২৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ফেসবুক। রবিবার দ্য হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

ইতিমধ্যে ফেসবুকের শেয়ার দরও কমেছে চার দশমিক ৪০ শতাংশ। শুক্রবার দিন শেষে ফেসবুকের শেয়ার দর নেমে আসে ১৭৯ ডলার ৩৭ সেন্টে। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার দর ছিল ১৮৭ ডলার ৭৭ সেন্ট।

ফেসবুকের শেয়ার দরের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গের আয়ও কমেছে। বিখ্যাত ম্যাগাজিন ফোবর্সের গবেষণা অনুসারে, জাকারবার্গের ব্যক্তিগত ক্ষতির পরিমাণ তিন শত ত্রিশ কোটি ডলার।

এর আগে গত বৃহস্পতিবার জাকারবার্গ তার ফেসবুক পাতায় লেখেন, “গত কয়েক বছরে বাণিজ্যিক পোস্টে ভরে গেছে নিউজ ফিড, এতে ঢাকা পড়ছে ব্যবহারকারীর ব্যক্তিগত পোস্টগুলো। সপ্তাহ্খানেকের মধ্যেই নিউজ ফিডে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন।”

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, জাকারবার্গও জানেন নতুন এ পরিবর্তনের ফলে প্রথম দিকে আয় তেমন হবে না। কিন্তু তিনি বিশ্বাস করেন, সামাজিক মিথষ্ক্রিয়াগুলো আরও বেশি অর্থবহ করাটা গুরুত্বপূর্ণ।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply