বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত শনাক্ত ৮ হাজার ৯২৩ জন। বেশি আক্রান্ত পুরান ঢাকা, মিরপুর, যাত্রাবাড়ি, মহাখালী ও রাজারবাগে।
শুধু কাকরাইলে শনাক্ত হয়েছে-২৫৪ জন। এরপরেই যাত্রাবাড়িতে শনাক্ত হয়েছে ২২৭ জন ও পুরো মিরপুরে শনাক্ত হয়েছেন ২২৫ জন। এছাড়া মহাখালীতে ২২৪ জন ও রাজারবাগে শনাক্ত হয়েছে ২০৬ জন করোনা রোগী। মোহাম্মদপুরে ১৯৮, মুগদায়- ১৮৯ , তেজগাঁওয়ে-১৪৪, লালবাগে ১১৭, বাবুবাজারে ১১৫ জন আক্রান্ত। এছাড়া উত্তরায় আক্রান্ত ১০৬ জন।
মগবাজারে ৯৮, মালিবাগে ১০১, বাড্ডায় ৯৩, ধানমন্ডিতে ৯৭, বংশালে ৮৪, খিলগাঁও-এ ৮৪ জন শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া, মিরপুর সবচেয়ে বেশি শনাক্ত মিরপুর ১ এ ৫৩ জন, ১১ তে ৪৮ জন ও ১৪তে ৪১ জন।
তবে শুরুতে যে টোলারবাগ এলাকাকে রাজধানীতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলো সেখানে এখন করোনা রোগী ১৯ জন।
Leave a reply