করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত। শনিবার প্রায় পাঁচ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড নাইনটিনে। দেশটিতে মোট সংক্রমণ ছাড়ালো ৯০ হাজার।
মোট প্রাণহানি হয়েছে দু’হাজার ৯শ’। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৮ জন। ৩০ জানুয়ারি প্রথম সংক্রমণ শনাক্তের পরের দু’মাসে ভারতে আক্রান্ত ছিল দেড়শ’রও কম। কিন্তু এপ্রিল থেকেই দ্রুত ছড়াতে শুরু করে ভাইরাসটি। ১৬ মে পর্যন্ত দেড় মাসে দেশটিতে সংক্রমণ বেড়েছে ৪৫ গুণ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মহারাষ্ট্র ও গুজরাটে। তালিকায় এরপরই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, মধ্যপ্রদেশ আর রাজস্থান। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষায়।
Leave a reply