ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
লকডাউনের কারণে ভালো নেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামের বাউল শিল্পী অন্ধ হেলালের পরিবার। এই পরিবারে অন্ধ হেলাল ছাড়াও তার ৪ ছেলে, এক কন্যা ও তিন নাতিন একবারেই অন্ধ।
তাদের মধ্যে শুধু মাত্র অন্ধ হেলালের স্ত্রীসহ মাত্র ৪ জন চোখে দেখতে পান। তাদেরকে নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন অন্ধ হেলাল। লকডাউনের কারণে অন্ধ হেলালসহ বাকি ৯ অন্ধদের নিয়ে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে প্রতিদিন সামনে প্রতিদিন গান গেয়ে জীবিকা নির্বাহ করলেও এখন গান বন্ধ। ফলে এক বেলা খেয়ে, অন্য বেলা না খেয়ে কোন রকমে জীবন বাঁচিয়ে রেখেছেন তারা।
তার মধ্যে আনন্দের সংবাদ হল, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২৫’শত টাকা অন্ধ হেলালের মোবাইলে পৌছেছে। এতে সে খুশি। এক সাথে অনেক গুলো টাকা হাতে পেয়ে গানও শুনিয়েছে হেলাল ও তার পরিবার।
Leave a reply