সুপার সাইক্লোনে আম্পান শক্তি কমিয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলীয় অঞ্চলে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রলয়ঙ্করী এই ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে সেখানকার বেশ কিছু এলাকা।
এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত ও ঝড় হচ্ছে। এখন পর্যন্ত ওড়িষায় প্রাণ গেছে দুই জনের। ভূমিধস হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। উপড়ে পড়েছে গাছপালা, বিধ্বস্ত হয়েছে বহু বসতবাড়ি । রাজ্যের প্রায় তিন লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। সাইক্লোন শেল্টারে নেয়া হয়েছে নিচু এলাকার এক লাখের বেশি মানুষকে। এরই মধ্যে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে কলকাতা বিমানবন্দর।
ভারতের আবহাওয়া বিভাগ বলছে, পূর্ব মেদিনীপুর, ২৪ পরগনাসহ বিভিন্ন বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তাণ্ডব অতিক্রম করতে সময় লাগতে পারে চার ঘণ্টা। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার। এদিকে, আম্পানের প্রভাবে শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। প্রাণ গেছে ২ জনের।
Leave a reply