বিশ্বকাপে যুবা টাইগারদের টানা দ্বিতীয় জয়

|

আফিফ হোসেনের অনবদ্য পারফরম্যান্সে কানাডাকে ৬৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে অর্ধ শতক করার পাশাপাশি বোলিংয়েও ৫ উইকেট নিয়েছেন এ বাংলাদেশি যুব অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের লিংকনে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় কানাডা। কিন্তু শুরুতেই হোচট খায় বাংলাদেশের যুবারা। স্কোরবোর্ড ১ রান উঠতেই আউট হন ওপেনার পিনাক ঘোষ। আগের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলা বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান এ দিন মাত্র ১৭ রান করেন আউট হন দলীয় ২৯ রানের মাথায়।

বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় থাকা বাংলাদেশ দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। অলরাউন্ডার আফিফ হোসেনের সঙ্গে ১১১ রানের অনবদ্য জুটি বাংলাদেশকে এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ। তৌহিদ ৯টি চার ও ১টি ছক্কাসহ ১২৬ বলে করেন ১২২ রান। অপর ব্যাটসম্যান আফিফ ৫টি চার ও ১টি ছক্কাসহ ৫৯ বলে করেন ৫০ রান।

৫০ ওভার খেলে শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৬৪ রান। কানাডার পক্ষে ৪৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ফয়সাল জামখান্দি। পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন গিল, রোমেল শাহজাদ, এবং যোশি।

ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে দেড় শত রান করলেও ক্রম বিরতিতে উইকেট পড়তে থাকে কানাডার। শেষে সব উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশ যুব দল পায় ৬৬ রানের টানা দ্বিতীয় জয়।

কানাডার পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন অধিনায়ক আর্সলান খান। তিনি ৪টি চারসহ ১০৮ বলে ৬৩ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৫ উইকেট লাভ করেন অফ স্পিনার আফিফ হোসেন। দু’টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

টানা দ্বিতীয় জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছিল বাংলাদেশ দল। যুবদের পরবর্তী ম্যাচ শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে।

যমুনা অনলাই: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply