সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের ইকোনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্যা প্যাসেফিক-ESCAP সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা বলেন, দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ ছাড়াও সাগর মহাসাগর মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি আরও বলেন, করোনা মহামারী বিশ্বকে স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি, অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলছে। উল্লেখ্য, চলমান করোনাভাইরাস তথা কোভিড-১৯ মহামারীর কারণে প্রথমবারের মতো ESCAP এর ৭৬তম অধেবেশনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
Leave a reply