নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা ও দায়রা জজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ জন ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নেত্রকোনা জেলা ও দায়রা জজ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সদরে ৪ জন, কেন্দুয়ায় ৫ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জন, মদনে ৩ ব্যাংক কর্মকর্তাসহ ৪ জন, পূর্বধলায় ১ মোহনগঞ্জে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ২২ জন নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট ২৮৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলে জেলায় ১৯৯ জনের কোভিড-১৯ ধরা পড়ে। এপর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। ৭০ জনের নমুনা পরীক্ষা এখনো বাকি রয়েছে।
জেলা সির্ভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, নেত্রকোনায় শুক্রবার জজ, ম্যাজিস্ট্রেটসহ ২২ জনের করেনা শনাক্ত হয়েছে। তিনি জানান, ৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর দুজন মারা গেছেন।’
Leave a reply