ভারতে আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য মোদি সরকারের দেড় হাজার কোটি রুপির সহায়তা

|

ভারতে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তার দেড় হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ঝড়ে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও ওড়িষা পাবে এ অর্থ।

এরআগে বিমানে বন্যাকবলিত অঞ্চলগুলো পরিদর্শনের পর এ সহায়তার কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে ৫শ’ কোটি রুপি যাবে ওড়িষায়; আর এক হাজার কোটি রুপি পাবে পশ্চিমবঙ্গ।

যদিও ঝড়ে ক্ষয়ক্ষতি এক লাখ কোটি রুপির বেশি বলে দাবি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ঝড়ের পর থেকে রাজ্যটিতে এ পর্যন্ত ৮৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ঝড়টি আঘাত হানে গেলো বুধবার।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভারতকে পাঁচ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply