গত ২৬ ফেব্রুয়ারি আমেরিকায় প্রথম করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল। এরপর তিন মাসে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল। এই সংখ্যা গত ৪৪ বছর ধরে বিভিন্ন যুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি।
পরিসংখ্যানে দেখা যায়, ১৯৫০ থেকে ১৯৫৩ সালে হওয়া কোরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৩৬ হাজার সেনা মারা যান। ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত হওয়া ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার সেনা মারা যান। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত হওয়া ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৪ হাজার সেনা মারা যান। ২০০১ থেকে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধে মারা গিয়েছেন ২ হাজার মার্কিন সেনা। আর এইসব যুদ্ধে যুক্তরাষ্ট্রে সর্বমোট মারা গেছেন ১ লাখ ৫০০ সেনা।
অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে তিন মাসেই করোনায় মারা গিয়েছেন ১ লাখ ২ হাজার ১০৭ জন।
আমেরিকার এক-তৃতীয়াংশ করোনার মৃত্যু হয়েছে নিউইয়র্ক প্রদেশে। ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এরপর ৫০ দিনে রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপরই শুরু হয় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি। সর্বশেষ যুক্তরাষ্ট্রে কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯০ হাজার মানুষ।
Leave a reply