পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

|

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে সিনহা হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুরের দীঘিপাড়ায় পুকুর থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়। সিনহা নাটোর সদর উপজেলার পাইকৈড়দোল এলাকার জালাল উদ্দিনের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, গত মঙ্গলবার নানাবাড়ি বেড়াতে এসে বুধবার বিকালে নিখোঁজ হয় সিনহা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মিললে এলাকায় মাইকিং করা হয়। এতোও খোঁজ মেলেনা তার।

এদিকে বৃহস্পতিবার সকালে সিনহার নানা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বরে জানায় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply