লিবিয়ায় এক মানব পাচারকারীর পরিবারের এক সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত বাকি ৪ অভিবাসী আফ্রিকান। সূত্র: রয়টার্স।
বৃহস্পতিবার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় মিজদা শহরে ২৬ জন বাংলাদেশি এবং চারজন আফ্রিকান অভিবাসী মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের জিন্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে অভিবাসীদের হাতে কোনোভাবে খুন হন একজন মানবপাচারকারীর পরিবারের সদস্য। এই ঘটনার জেরে ওই পাচারকারীর সহযোগী এবং আত্মীয়-স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালায়।
দ্য লিবিয়া অবজারভারের পোস্টে বলা হয়েছে, নিহত বাংলাদেশিরা দেশটির মিজদা শহরে ওই মানবপাচারকারীর জিম্মায় ছিলেন।
দেশটির আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মেশেলি বলেছেন, আমরা এই ট্র্যাজেডির বিষয়টি অল্প সময় আগে শুনেছি। ঘটনাটি বিশদভাবে জেনে আহতদের সহায়তা প্রদানের চেষ্টা করছি।
তেল সমৃদ্ধ অর্থনীতির কারণে লিবিয়া দীর্ঘকাল অভিবাসীদের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ পথ বলে বিবেচনা করা হয়।
Leave a reply