নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে আইসিসি’র বোর্ড সভা ১০ জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সদস্য দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত আইসিসির ভিডিও কনফারেন্স শেষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শুরু কথা ১৮ অক্টোবর। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় যথাসময়ে এই আসর আয়োজন নিয়ে তৈরি হয় সংশয়।
এদিকে, বিশ্বকাপ না পেছানোর দাবি জানায় পাকিস্তান। আইসিসির বৃহস্পতিবারের বোর্ড সভার আগে ভারতীয় গণমাধ্যম দাবি করে স্থগিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ।
একইসময়ে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। এরই মাঝে আজ ভারতের ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ নির্ধারণ ও ঘরোয়া ক্রিকেটসূচি প্রকাশ করেছে।
Leave a reply