১১২ বছরে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু

|

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দাপটের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বব ওয়েটন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ১১২ বছর। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে নয় ক্যানসারে মারা গেছেন।

ব্রিটেনের নিউহ্যাম্পশায়ার কাউন্টির অলটন শহরের বাসিন্দা ১১২ বছরের বব ওয়েটন পেশায় ছিলেন একজন শিক্ষক।

এরআগে জাপানের চিতেতসু ওয়াতানাব ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ। তাঁর মৃত্যুর পর গত ফেব্রুয়ারিতেই ১১২ বছর ১ দিন পূর্ণ করে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গিনেসবুকে নাম তোলেন বব ওয়েটন।

বব ওয়েটনের তিন সন্তান রয়েছে। নাতি নাতনি ১০ জন আর প্রপৌত্র প্রপৌত্রী ২৫ জন। ব্রিটেনের ২৬ জন প্রধানমন্ত্রীর আসা যাওয়া দেখেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply