বৃহস্পতিবার থেকে শুরু হলো ডেনমার্কের ফুটবল লিগ। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলেও ভার্চুয়ালি স্টেডিয়ামে হাজির ছিলো বেশ কিছু দর্শক।
করোনাভাইরাসের কারণে সারা বিশ্বেই ফুটবল ফিরছে দর্শকশূন্য গ্যালারিতে। জার্মানির পর এবার সেই দলে সামিল ডেনমার্ক। সিয়াস পার্ক স্টেডিয়ামে এজিএফ অরহুস আর হানাস এফসির ম্যাচ দিয়ে শুরু হলো ড্যানিশ সুপার লিগের খেলা।
ফুটবল ম্যাচে পুরনো আবহ ফিরিয়ে দিতে গ্যালারিতে বড় পর্দা বসিয়ে বাসায় বসে অনলাইনে বা টিভিতে খেলা দেখা ফুটবল প্রেমীদের ভাচুয়ালি হাজির করা হয় মাঠে। সেই সাথে স্পিকারে গ্যালারিতে বেজেছে পরিপূর্ণ স্টেডিয়ামের রেকর্ড করা উন্মাদনার শব্দ।
তবে কেবল মাঠ নয় মাঠের বাইরে ও বড় পর্দায় ব্যক্তিগত গাড়িতে বসে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রিয় দলের খেলা দেখেছেন অনেক দর্শকও। লিগ প্রত্যাবর্তনের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
Leave a reply