বিশ্বে টানা তিনদিন করোনার রেকর্ড সংক্রমণ

|

ছবি: প্রতীকী

টানা তিনদিন করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। শনিবারও নতুন আক্রান্তের সংখ্যা ছিল সোয়া লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬১ লাখ। আর মৃত্যু হয়েছে তিন লাখ ৭১ হাজার মানুষের।

গেল ২৪ ঘণ্টায় ছোঁয়াচে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও চার হাজার প্রাণ। এর মধ্যে সহস্রাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন সংক্রমিত ২৩ হাজারের বেশি। মোট আক্রান্ত প্রায় সোয়া ১৮ লাখ।

যুক্তরাজ্য-ইতালি-স্পেন-ফ্রান্সসহ ইউরোপের সব দেশেই নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী তালিকা অব্যাহত। মৃত্যুর দিক থেকে স্পেন-ফ্রান্সকে টপকে এখন চতুর্থ শীর্ষ দেশ ব্রাজিল; প্রাণ গেছে প্রায় ২৯ হাজার মানুষের। মোট আক্রান্ত পাঁচ লাখ।

শনিবারই রেকর্ড ৩০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। সংক্রমণের দিক থেকে তৃতীয় শীর্ষ দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা চার লাখ ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে সাড়ে চার হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply