ঝড়ে ভেঙ্গে পড়েছে তাজমহলের কিছু অংশ

|

বজ্রপাতে ভেঙ্গে পড়েছে গম্বুজের নিচের রেলিং

প্রচণ্ড ঝড় ও বজ্রপাতের ফলে ভেঙ্গে গেছে বিশ্বের অন্যতম সপ্তাশ্চার্য তাজমহলের মূল দড়জা ও উচু গম্বুজের নিচের একটি রেলিং। সেইসাথে তাজমহল কমপ্লেক্সের মূল ভবনের মার্বেল রেলিং ও ফলস ছাড়ের কিছু অংশও ভেঙ্গে পড়েছে। খবর এনডিটিভি’র।

আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তা বসন্ত কুমার স্বর্ণকার জানান, প্রচণ্ড ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে তাজমহল প্রাঙ্গণের ১০টি গাছও উপড়ে গেছে। তবে বজ্রপাতে মূল সমাধি ভবনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

করোনার বিস্তার ঠেকাতে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে তাজমহল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, শুক্রবার রাতের ওই ঝড়-বজ্রপাত তাজমহলের মূল সমাধিটির রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply