পেশাদার ফুটবলকে বিদায় রোনালদিনহো’র

|

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনহো। যদিও সবশেষ ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ফুটবল খেলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।

জার্মিওর হয়ে ১৯৯৮ সালে শুরু হয় রোনালদিনহোর পেশাদার ফুটবলের পথচলা। পরে ২০০১ সালে পিএসজি আর ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত খেলেন কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়। পরে যোগ দেন মিলানে। ২০০৪ ও ২০০৫ সালে টানা দুই মৌসুম নির্বাচিত হন ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবে। একই সাথে ব্যালন ডি অ’র জেতেন ২০০৫ সালে। ১৯৯৯ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় রোনালদিনহোর।

একবার মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিলো, “বার্সার সর্বকালের সেরা কে?” তিনি বলেছিলেন- “আমি নিজে বার্সার সর্বকালের সেরা নই, বার্সার সর্বকালের সেরা রোনালদিনহো। তিনি ক্লাবের ইতিহাসের পথই বদলে দিয়েছিলেন।”

২০১৩ সালে বিদায় জানান আন্তর্জাতিক ফুটবলকে। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন এই ফুটবল জাদুকর। তবে শেষ পর্যন্ত ক্যারিয়ার বড় করতে পারেননি ব্যাক্তিগত জীবনে নানা অনিয়মের জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply