নবম দিনে গড়ালো যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী বিক্ষোভ। তবে সহিংসতা কমেছে অনেকটাই। গণআন্দোলনের মুখে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করা হয়েছে।
ঘটনাস্থলে নীরব দর্শকের ভূমিকায় থাকা এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা হয়েছে হত্যায় সহযোগিতার অভিযোগ। মূল অভিযুক্ত ডেরেক শভিনের বিরুদ্ধে মামলায়ও বেড়েছে অভিযোগের মাত্রা। অবশ্য যুক্তরাষ্ট্রে এ ধরনের মামলায় অভিযুক্তদের শাস্তির ঘটনা বিরল।
মিনেসোটায় এযাবৎকালে দায়িত্বরত অবস্থায় অপরাধের সাজা পেয়েছেন মাত্র একজন পুলিশ কর্মকর্তা। তাই অভিযোগ গঠন হলেও বিচারের চূড়ান্ত রায় নিয়ে সন্দিহান মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসন। এ পরিস্থিতিতে কারফিউ, ধরপাকড়, সেনা টহল উপেক্ষা করে, শতাধিক শহরে এখনও বিক্ষোভ করছেন বিপুলসংখ্যক মানুষ। এখন পর্যন্ত গ্রেফতার সাড়ে নয় হাজারের মতো।
Leave a reply