পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন, ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। বুধবার হাউজ অব কমন্সে অস্বস্তি বোধ করায়, তার করোনা পরীক্ষা করা হয়েছে।
করোনা সতর্কতায় ব্রিটিশ পার্লামেন্ট অধিবেশন চলছে শারীরিক দূরত্ব বজায় রেখে। হাতেগোণা মাত্র কয়েকজন সশরীরে পার্লামেন্টে যান, বাকিরা যুক্ত হন অনলাইনে। এ সতর্কতার মধ্যেই বুধবার বক্তব্য দেয়ার সময় অসুস্থ বোধ করেন বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। করোনা টেস্টের ফল পাওয়া না গেলেও নিজ বাড়িতে আইসোলেশনে গেছেন ভারতীয় বংশোদ্ভুত এ রাজনীতিবিদ।
এদিকে ব্রিটেনে এখন পর্যন্ত বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের পর, তিনদিন আইসিইউ-তেও থাকতে হয় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনকে।
Leave a reply