করোনার কারণে অনলাইনে আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

|

শনিবার থেকে শুরু হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF)। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS) আয়োজিত এই উৎসবের দ্বাদশ আয়োজনের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)।

চলমান করোনাভাইরাস মহামারির কারণে এ বছর সম্পূর্ণ উৎসবটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৬-৭ জুন উৎসবের উদ্বোধনী উৎসবটি দর্শকরা বিনামূল্যে উৎসবের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি উপভোগ করতে পারবেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দু’দিন ব্যাপী উৎসবের থাকছে-

জুন , ২০২০

বিকেল ৫টা একাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সন্ধ্যা ৭টানবম ও দশম আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সন্ধ্যা . ৩০ – বিগত বছরগুলোর ‘তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর’ পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

জুন , ২০২০

বিকেল ৫টা অ্যালামনাই শোকেস: তরুণ নির্মাতা রাম কৃষ্ণ সাহা ও শরিফুল অনিক নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিকেল ৭টা বিগত বছরগুলোর ‘জহির রায়হান বেস্ট শর্ট’ পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

রাত ৯টা- চলচ্চিত্র আড্ডা: IIUSFF Talks। চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতির সঙ্গে আড্ডায় থাকবেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, ‘Take your camera, frame your dream’ শিরোনামে আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (IIUSFF) উৎসব ২০০৭ সালে যাত্রা শুরু করে। মূলত বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের সৃজনশীলতাকে বড় পর্দায় দর্শকের কাছে তুলে ধরার উদ্দেশ্য থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবটি আয়োজন করে থাকে। এ বছর বিশ্বের ১০৬টি দেশ থেকে মোট ২ হাজার ৮৩ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে।

দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (IIUSFF) সম্পূর্ণ আয়োজন উপভোগ করতে লগ ইন করুন-

ফেসবুক: https://www.facebook.com/iiusff/ 

ইউটিউব:  https://www.youtube.com/channel/UCFf0tjZF5Ef41ObfJLDu0bw.

বিস্তারিত জানতে- https://www.facebook.com/events/291264041910673/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply