হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে আকছির মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আকছির মিয়া ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আকছির মিয়ার ছেলে আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এসব দেখে আকছির মিয়া ছেলেকে ঘরে আনার জন্য তিনি নদীর উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু রাস্তায় বজ্রপাতে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a reply