বগুড়া ব্যুরো:
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জনের করুণ মৃত্যু হয়েছে। বাড়ি সংলগ্ন বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে বসে কথা বলার সময় একটি ট্রাক ওই দুজনকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের চাপা দিয়ে ট্রাকটিও উল্টে পাশের খাদে পড়ে যায়। শনিবার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাসের খামারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শনিবার সকাল ৮টার দিকে খামারকান্দি পশ্চিমপাড়া এলাকার দর্জি শ্রমিক দেলোয়ার ও কৃষক দুলাল মহাসড়কের পাশে বসে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে নীলফামারীগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই ব্যক্তি। তাদের চাপা দেয়ার পর আইসক্রিম তৈরির সরঞ্জামসমেত ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী সেখান থেকে পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Leave a reply