বিপিএল’র পর্দা উঠবে সিলেটে

|

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর এবারের আসরের পর্দা উঠবে সিলেটে। নির্দিষ্ট সময়ে মিরপুর স্টেডিয়ামে খেলা আয়োজনে কিছু সমস্যা দেখা দেয়ায় এবারের আসর সিলেট থেকেই শুরু হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা আজ বুধবার এ তথ্য জানান।

শৃঙ্খলা ভঙ্গের কারণে আগের ঘোষণা অনুযায়ী, এবারের আসরে থাকছে না বরিশাল বুলস।

সিদ্ধান্ত অনুযায়ী বিপিএল মাঠে গড়ানোর কথা ৩ নভেম্বর। আগের আসরগুলোর রীতি ধরে রেখে ভেন্যু হওয়ার কথা ছিল মিরপুর।

কিন্তু ১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের সেমিনার, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। সেমিনার উপলক্ষে ঢাকায় আসবেন কয়েকশো বিদেশী অতিথি। একই সময়ে ঢাকায় বিপিএল খেলতে আসবেন অনেক বিদেশী খেলোয়াড়।

দুটি বড় অনুষ্ঠান একসাথে বেশ কয়েকদিন ধরে চলতে থাকলে ঢাকায় রাজধানীতে ভালো মানের হোটেল সরবরাহ কঠিন হয়ে উঠতে পারে। আবার অতিথিদের চলাচলে নিরাপত্তার তোড়জোড় থাকার কারণ যানচলাচলে প্রভাব পড়বে। এতে যানজট নতুন মাত্রায় ভয়াবহ হয়ে উঠতে পারে এই সময়টিতে।

এসব বিবেচনা করেই বিকল্প ভ্যানুর কথা ভাবতে বাধ্য হয় বিসিবি। কারণ টুর্নামেন্টটি পেছাতে চাচ্ছেন কর্তৃপক্ষ।

সে অনুযায়ী প্রথমবারের মতো বিপিএলের ভেন্যু হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নয়নাভিরাম পাহাড় ঘেরা এই স্টেডিয়ামটি এবারের বিপিএলে যোগ করবে ভিন্নমাত্র।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply