শক্তিশালী ব্যাটারির ফোন আনল ইনফিনিক্স

|

শক্তিশালী ব্যাটারির নতুন দুই ফোন আনল ইনফিনিক্স। এগুলো হলো ইনফিনিক্স হট নাইন এবং ইনফিনিক্স হট নাইন প্রো।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অন্যদিকে ইনফিনিক্স হট নাইন এ রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে হেলিও পি২২ অক্টা-কোর প্রসেসর।

উভয় ফোনে ডুয়েল সিম সাপোট থাকছে। এই দুই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর হেলিও পি২২ চিপসেট, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

ইনফিনিক্স হট নাইন প্রোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স নাইনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে রয়েছে ব্লুটুথ ভার্সন ফোর, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, এফএম রেডিও, ইউএসবি ওটিজি, ভিওওয়াইফাই ও মাইক্রো ইউএসবি পোর্ট। দুটি ফোনেই রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply