ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ‘ই-মিউটেশন’ কার্যক্রম।
আজ রোববার সচিবালয়ে এই অর্জন উপলক্ষে বক্তব্য দেন মাননীয় ভূমিমন্ত্রী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী ই-মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতি সরূপ ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই পুরষ্কার পেয়েছে।
ভূমিমন্ত্রী আরও বলেন, স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তর সম্পন্ন করছে। ই-মিউটেশন এরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি এসময় একে সকলের সম্মিলিত অর্জন বলেও অবহিত করেন আর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানা।
Leave a reply