টেস্টে বেশি ম্যাচসেরা হয়েছেন যারা

|

ছবি: সংগৃহীত

টেস্টের অভিজাত ফরম্যাটে যেসব ক্রিকেটার সবচেয়ে বেশি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন তাদের সম্মানে রোববার টুইট করেছে ভারতীয় ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকট্রেকার।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জ্যাক ক্যালিস টেস্টে সর্বোচ্চ ২৩ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এ কিংবদন্তি অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ৬২টি সেঞ্চুরির সাহায্যে পঞ্চম সর্বোচ্চ ২৫ হাজার ৫৩৪ রান করেছেন। আর বল হাতে ৫১৯ ম্যাচে শিকার করেছেন ৫৭৭ উইকেট।

টেস্টের সাদা পোশাকে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ খেলায় ম্যাচ সেরা হয়েছেন শ্রীলংকান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তিনি ১৩৩ টেস্টে অংশ নিয়ে রেকর্ড ৮০০ উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৫ ম্যাচে শিকার করেন সর্বোচ্চ ১ হাজার ৩৪৭ উইকেট।

টেস্টে তৃতীয় সর্বোচ্চ ১৭ বার ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ১০৪ টেস্টে অংশ নিয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪১৪ উইকেট শিকার করেন ওয়াসিম আকরাম আর আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছেন পঞ্চম সর্বোচ্চ ৯১৬ উইকেট।

অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩৯ ম্যাচে শিকার করেন দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১টি উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply